বাংলাদেশ কি শ্রীলঙ্কা হতে যাচ্ছে?

1 Answers   13.6 K

Answered 3 years ago

হুম খুব শীঘ্রই হতে যাচ্ছে।

ছোট সময় শুনতাম, এশিয়াতে শিক্ষা দিক্ষার দিক থেকে শ্রীলংকা সব থেকেচেয়ে বেশি এগিয়ে। তবুও তাদের আজ এই হাল!

এখন আমাদের দেশের কী হতে পারে একবার ভাবুন তো! যেখানে একজন নাগরিক তার আশঙ্কাটাও লিখে প্রকাশ করতে প্রায় ব্যর্থ!

বাংলাদেশ কখনই শ্রীলংকা হবে না, সুইজারল্যান্ডও হবে না, বাংলাদেশ সবসময় বাংলাদেশই থাকবে। থাকা উচিৎ। আমরা দেখি, বর্তমান বাবা মায়েরা সন্তানদের নিয়ম করে অমানুষিক প্রেশার দিয়ে থাকে এবং বলে, "অমুকের ছেলে এই করছে সেই করছে"! এগুলো যেমন একটা ফুটন্ত ছেলের জীবন নষ্ট করে ঠিক তেমনি, এরাও দেশের ক্ষতি করছে। দেশ কেটে বিদেশ গড়া ক্ষমতায় থাকা রাজনীতিবিদ সরাদিনই বলে, "দেশ নরওয়ে / জাপান হয়ে যাচ্ছে"! আর বিরোধী দলের নেতা সকালের নাস্তা খেয়েই বলা শুরু করে, 'দেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে'!

একটা জিনিস লক্ষ করুন, আমাদের প্রাণের বাংলাদেশ প্রতিদিনই জাপান, সুইজারল্যান্ড, শ্রীলংকা সবই হচ্ছে কিন্তু বাংলাদেশ হতে পারছে না।


Niloy Rana
niloyrana
460 Points

Popular Questions