বাংলাদেশ কখনও পারমাণবিক বোমা বানালে এতো ঘনবসতির দেশে সেটা কোথায় পরীক্ষা করবে?

1 Answers   9.9 K

Answered 3 years ago

ইসরায়েল নামক জাতিসংঘের একটি সদস্য আছে। ইসরায়েলকে বাংলাদেশ রাষ্ট্র বলে স্বীকার করে না। কিন্তু এই ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক শক্তি এবং এটির পারমাণবিক অস্ত্র আছে বলে প্রমাণ পাওয়া যায়। ইসরায়েলের আয়তন কত জানেন? মাত্র ২০ থেকে ২২ হাজার বর্গ কিলোমিটার। এটি কিভাবে পারমাণবিক শক্তিধর হয়েছে? ইসরায়েল কোনো মরুভূমিতে গিয়েও পরীক্ষা চালায়নি, তাহলে তাদের পরমাণু কর্মসূচি প্রকাশ্যে চলে আসতো।

পারমাণবিক অস্ত্র নিউক্লিয়ারের ফিসন-ফিউসন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটি তৈরির পর পরীক্ষা করাটা অপরিহার্য নয় যা ইসরায়েলের দৃষ্টান্ত থেকে বোঝা যায়। ইরানও পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বলে অনেকে মনে করে।

তারপরও যদি ধরে নিই যে পরীক্ষা করা অপরিহার্য, তবে এটাও বড় কোনো সমস্যা হবে না। বাংলাদেশ একটি জনবহুল দেশ। কিন্তু এমনও অনেক অঞ্চল আছে যেখানে সাধারণত মানুষজন থাকে না, থাকলেও খুব কম। বিশ্বাস হয় না? নিচের ছবিটা দেখেন।

এই দ্বীপটার নাম মনপুরা দ্বীপ (বিখ্যাত মনপুরা সিনেমা এই দ্বীপের নামানুসারেই)। এখানে খুব অল্প লোকের বসতি। এরকম অনেক চর এবং দ্বীপাঞ্চল আছে। সেনাবাহিনীর কাছে এরকম কোনো দ্বীপে পরীক্ষা চালানো কঠিন কিছু নয়।

Rofikul Islam
rofikulislam
317 Points

Popular Questions