বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটা পার্থক্য কি ঝটপট বলবেন?

1 Answers   5.8 K

Answered 2 years ago

    🟢 বাংলাদেশে জামাই হিসেবে সরকারি চাকরিজীবীকে কন্যার অভিভাবক চায়🔴 জাপানে ভালো উদ্যোক্তা-ব্যবসায়ীদের সাথে কন্যার পিতা-মাতারা বিবাহ দিতে পছন্দ করে( যদিও মেয়ের ইচ্ছাকে ওরা ১০০% গুরুত্ব দেয়)

    🔴 জাপানে ছোট বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন থেকেই তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে শিক্ষকরা তৈরি করতে থাকে। তারা বাচ্চাদেরকে স্বাধীন উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে। তাই সেখানে সরকারি কর্মচারীর সংখ্যা অনেক কম 🟢 বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটা এমনভাবে গোছানো হয়েছে যেন সবাই চাকর হিসেবে তাদের ভবিষ্যৎ কাটাতে পারে।

    🟢বাঙালিরা অফিস-স্কুল-কলেজে যাওয়ার আগে গোসল করে 🔴জাপানিজরা বাসায় ফিরে এসে গোসল করে।

    🟢বাংলাদেশের ট্রাফিক লাইটে লাল,হলুদ,সবুজ থাকে 🔴জাপানে কমলা,লাল,নীল লাইট থাকে।

    🔴জাপানে ট্রেইন আসতে পাঁচ সেকেন্ডও দেরি হলে ঐ স্টেশনের সকল কর্মচারী ট্রেইনের সামনে এসে ক্ষমা চাইবে🟢 বাংলাদেশে ২-৩ দিন দেরি হয়ে গেলেও কারোর কোনো যায় আসে না।

    🔴জাপানিসদের গড় আয়ু ৮৫ বছর [ এজন্য তাদেরকে ইম্মরটাল হিউম্যানও বলা হয়] 🟢বাঙালীর গড় আয়ু ৭১।

    🔴জাপানের ১০০ ভাগ শিক্ষিত, কোনো ভিক্ষুক নেই 🟢বাংলাদেশের কথা না বললেই আমার, আপনার সম্মান বাঁচবে।

    🔴জাপানিসরা অন্যের নামে বদনাম সহ্য করতে পারে না। এটা সময়ের নষ্ট বলে তারা ভাবে। 🟢বাঙালিরা বদনাম করার জন্যই চায়ের দোকানে বসে।

    🔴জাপানে নরমাল রেস্টুরেন্টেও ভালো বিল আসে 🟢বাংলাদেশে ১০০-২০০ টাকায় সেরে যায়।
    🔴জাপানে গাড়ির দাম অনেক সস্তা যার ফলস্বরূপ সবার কাছেই কমবেশি গাড়ি থাকে 🟢বাংলাদেশে প্রিমিও, করলা এই গাড়িগুলোর দামই মিলিয়নে চলে যায়।
    🔴জাপানে ফেক্টোরি তৈরি করার আগে ভাবে যে এই ফেক্টোরির ফলে কতজনের বেকারত্ব মিটবে 🟢বাঙালিরা আগে লাভের চিন্তা করে।
    🔴জাপানে ১২ বছর সকল স্কুলের শিক্ষার্থীদের বেতনের খরচ সরকারের কাঁধে🟢বাংলাদেশেও একদিন হবে।
    🔴জাপানে ইন্টোরগেশনে মারধর করা হয় না🟢 বাংলাদেশে প্রশ্ন জিজ্ঞেসার সুবাদে ভালো মানুষকে পিটিয়ে আধ-মরা বানিয়ে দেয়।
    🔴জাপানের কারাগারে সেরা ক্রিমিনালগুলো থাকে যেমন: দুর্নীতি, মার্ডারার, ধর্ষক 🟢বাংলাদেশে অর্ধেকের বেশি ভালো মানুষ কারাগারে থাকে।

    🔴জাপানে ২০০ রকমের কিটকেট কিনতে পাওয়া যায় 🟢বাংলাদেশে মাত্র লাল কালারটিকেই দেখা যায়।
    🔴জাপানে কোনো ব্যক্তি কোনো অপরাধ দেখলে সাথে সাথে পুলিশকে কল দিয়ে সেইফ সাইডে চলে যায় 🟢বাংলাদেশে "নিজের জীবন বাচানো ফরজ" এই আয়াতের উছিলায় আগে ভাগে।

    🔴জাপান পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশ 🟢বাংলাদেশের ঢাকা শহর নাকি এই কয়দিন আগেই বায়ুদূষণে শীর্ষে উঠেছে।
    🔴জাপানে বেশিরভাগ চিকন হয়ে থাকে🟢 বাংলাদেশ হরেক রকমের দেশ।
    🔴জাপানিজরা তাদের সংস্কৃতির প্রতি অনেক শ্রদ্ধাশীল 🟢বাঙালিরা ইন্ডিয়ান, ইংরেজদের সংস্কৃতির উপর বেশি শ্রদ্ধাশীল।

    🔴জাপানিজরা যথেষ্ট মানসিক পরিশ্রম করতে পারে 🟢বাঙালিরা যথেষ্ট শারীরিক পরিশ্রম করতে পারে।

Shihab
dollorshaheb
120 Points

Popular Questions