Answered 3 years ago
আমার তেমন ধারণা নেই, পার্বত্য এলাকায় যেতে পারেন, তবে কুয়াশার কারণে পুরো দৃশ্যটা উপভোগ্য নাও হতে পারে।
সিলেট যাওয়া যায়, চা বাগানে বেশ লাগে, আশপাশে আরো কিছু জায়গা আছে, যেমন বিছানাকান্দি, লালাখাল, রাতারগুল, টাঙুয়ার হাওড়।
শীতকালে সুন্দরবন ঘুরতে যাওয়ার জন্য উত্তম সময়। আমার বন্ধু বললো, এই কয়দিনের মধ্যে সুন্দরবনে, বৈষ্ণবদের একটা উৎসব আছে, বেশ জমে নাকি।
বরিশাল যাওয়া যায়, ফ্লোটিং মার্কেট দেখে আসা, শীতকালীন পিঠা খাওয়া।
আমি প্রথম যখন উত্তরবঙ্গ ঘুরতে গিয়েছিলাম, তখন ছিলো ডিসেম্বর মাসের কড়া শীতকাল। মাঝেমধ্যে তাপমাত্রা ৪ডিগ্রির চেয়ে কমে নেমে যতো, খারাপ লাগেনি। বেশী কিছু লোকাল উৎসবে জয়েন করেছিলাম। পঞ্চগড় পুলিশ লাইন্সের একটা প্রোগ্রামে নাটকে অংশগ্রহণও করেছিলাম। উত্তর বঙ্গের মানুষগুলো ভীষণ ভালো মনের। তেতুলিয়া, দিনাজপুর, নীলফামারি, রংপুরে বহুত কিছু দেখার আছে। একটু নেট ঘেটে ছোটখাটো ঘুরার জায়গাগুলোর একটা লিস্ট করতে পারেন।
ঘুরার জন্য কোনো বিখ্যাত জায়গার দরকার হয়না। বা এর মানে ফেইসবুকে, টুইটারে চেক ইন দেওয়া নয়। ছোটছোট দর্শনীয় স্থাগুলোতে ভীড় কম থাকে তাই নিজের মতো করে পরিবেশটাকে উপভোগ করা যায়। নিঃশ্বাস নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করা যায়।
আমি যখন ঘুরতে যাই, তার আগে কিছু কাজ করি, ১. আগে আশপাশের জায়গাগুলো সম্পর্কে ট্রিপ এডভাইজর, ফেসবুকের রিভিও এবং ছবি দেখে ধারণা নিই। ২. এরপরে দেখি কোন জায়গাগুলোতে ভীড় কম, কারণ আমার ভীড় পছন্দ নয়। ৩. যাতায়ত ও হোটেলের ভাড়া, এবং খাবারের একটা হিসেব করে তারপরে দেখি খুব কাছাকাছি কোন জায়গা দেখার মতো এবং যদি একদিনে কাভার দেওয়া যায় কিনা, যেহেতু আমি একজন বাজেট ট্রাভেলার, তবে ব্যাগপ্যাকার নই।
কাজেই যেখানেই যাবেন, আগে থেকে প্ল্যান করে, নিজের মনে যেখানে চায় সেখানে যাবেন। আমরা যারা আপনাকে সাজেশন দিবো, তারা সবাই বড়বড় ক্রাঊডী জায়গাগুলোর নাম দিবো, আর এইখানে যতো খটকা, কারণ এগুলোর বাইরে আমরা আর কিছু খুঁজতে যাইনা।
আমাকে প্রশ্নের অনুরোধের জন্য লাবিব ইত্তেহাদুল আপনাকে ধন্যবাদ। অনভিজ্ঞতার কারণে যথেষ্ট তথ্য না দিতে পারায় দুঃখিত।
stshopon publisher