বাংলাদেশে মোট উপজেলা কয়টি; ৪৯৩টি/৪৫০টি/৪৯৫টি/৪১০টি?

1 Answers   5.9 K

Answered 2 years ago

বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি। ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে। সর্বশেষ গঠিত উপজেলাগুলি হল মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। সুতরাং, সঠিক উত্তরটি হলো ৪৯৫টি।
Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions