বাংলাদেশে বেহুদা সময় নষ্ট করা কাজের কিছু উদাহরন দেবেন কি?

1 Answers   1.7 K

Answered 3 years ago

প্রশ্ন টা শুনে বেশ মজা পেলাম। মজার বেপার হলেও বাক্য টা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের মানুষ ভাবতে ভাবতে ও সময় নষ্ট করতে বেশ পারদর্শী।

★ প্রথমত কেউ মারামারি করছে বা ঝড়গা করছে এটা দেখার সুযোগ ও আমরা বাঙালিরা ছাড়তে রাজি নই। ঝগড়া দেখতে দেখতে ও আমরা অনেক সুন্দর করে আমাদের সময় নষ্ট করে দিতে প্রস্তুত।

★ তারপর আসি,, ভারতীয় কিছু সিরিজ দেখা নিয়ে , ভারতীয় কোনো সিরিজের একটা পর্ব দেখা শুরু করছে তো ওইখান দিয়ে যে কত সময় পার হয় বুঝতেই পারে না। ঘন্টার পর ঘন্টা চলে যায় তারপর ও বসে বসে সিরিজ দেখে। আহ,, কি সুন্দর সময় নষ্ট করার সুযোগ।

★হকার জিনিসপত্র বিক্রি করছে আমরা ওইটা দেখতেও আনন্দ পাই,, দেখতে দেখতে যে কোনখান দিয়ে এতো সময় নষ্ট হয় তাও আমরা বুঝতে পারি না।


Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions