Answered 3 years ago
প্রশ্ন টা শুনে বেশ মজা পেলাম। মজার বেপার হলেও বাক্য টা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের মানুষ ভাবতে ভাবতে ও সময় নষ্ট করতে বেশ পারদর্শী।
★ প্রথমত কেউ মারামারি করছে বা ঝড়গা করছে এটা দেখার সুযোগ ও আমরা বাঙালিরা ছাড়তে রাজি নই। ঝগড়া দেখতে দেখতে ও আমরা অনেক সুন্দর করে আমাদের সময় নষ্ট করে দিতে প্রস্তুত।
★ তারপর আসি,, ভারতীয় কিছু সিরিজ দেখা নিয়ে , ভারতীয় কোনো সিরিজের একটা পর্ব দেখা শুরু করছে তো ওইখান দিয়ে যে কত সময় পার হয় বুঝতেই পারে না। ঘন্টার পর ঘন্টা চলে যায় তারপর ও বসে বসে সিরিজ দেখে। আহ,, কি সুন্দর সময় নষ্ট করার সুযোগ।
★হকার জিনিসপত্র বিক্রি করছে আমরা ওইটা দেখতেও আনন্দ পাই,, দেখতে দেখতে যে কোনখান দিয়ে এতো সময় নষ্ট হয় তাও আমরা বুঝতে পারি না।
Jamal Ahsan publisher