Answered 3 years ago
দুই বন্ধু চায়ের দোকানে বসে রয়েছে। এমন সময় তাদের সামনে দিয়ে একজন অচেনা লোক, ছাতা মাথায় দিয়ে হেটে গেল। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে- জানিস ওটা আমার ছাতা। লোকটি আমার ছাতা চুরি করেছে।
তাই নাকি, কি দেখে বুঝলি? ছাতার হাতল দেখে? আরে না, যাতে কেউ না চিনতে পারে, সেজন্য হাতল বদলে ফেলেছে, বলল বন্ধুটি।
তাহলে ছাতার রড দেখে বুঝেছিস? না, সেটাও বদলে ফেলেছে।
তাহলে নিশ্চয়ই ছাতার কাপড় দেখা বুঝেছিস? ওরে, কাপড়টা তো সবার আগেই বদলেছে।
এবার আপনি চিন্তা করুন। যে লোকটি ছাতার হাতল, রড, কাপড়, সবই বদলাতে পারে, তার কষ্ট করে ছাতা চুরি করা লাগবে কেন?
দুনিয়াতে মাত্র ২-৩ টা কোম্পানি আছে, যারা কম্পিউটারের প্রসেসর বানায়। নতুন কোন কোম্পানি যদি প্রসেসর বানায়, এবং সেটা যদি কাজ করে, তারা তো তখন নিজের কোম্পানির নামে আসল প্রসেসর বানাবে। ইন্টেলর নাম দিয়ে নকল প্রসেসর বানাবে কেন?
বাজারে সকল জিনিস নকল পাওয়া যায়। নকল মাল কম খরচে বানিয়ে, আসল মালের মতন বেশী দামে বিক্রি করে। মূলত, কম খরচে বানিয়ে, বেশী লাভ করার জন্যই নকল মাল বানায়। কিন্তু প্রসেসর এমন এক জিনিস, যেটা নকল বানাতে গেলেও, আসলের মতন খরচ পড়বে। এ কারণেই, কেউ নকল প্রসেসর বানায় না।
nasrinnahar publisher