Answered 3 years ago
পৃথিবীর অনেক দেশের সিম আছে, যেগুলিতে রোমিং অটোমেটিক চালু থাকে। আমি ইউরোপ যেয়ে ইতালিতে কেনা সিম ইউরোপের সব দেশে কাজ করে দেখেছি। অনুরূপ মালয়েশিয়ায় কেনা সিম বাংলাদেশে এনেও কাজ করছিল, ব্যালান্স ছিল বিধায়।
কিন্ত বাংলাদেশের অপেরাটররা কেন রোমিং দিতে চায় না জানি না। নানা ঝক্কি ঝামেলা ও অতি উচ্চ মূল্য।
ফলে আমরা বিদেশ ভ্রমণে গেলে সেই দেশের সিম কিনি। অনেক দেশে ট্যুরিস্টদের জন্য বিশেষ সিম প্যাকেজ আছে। তবে অন্তত ত্রিশ-চল্লিশ ডলার ব্যয় হবে।
rashedrimon publisher