Answered 3 years ago
ফরহাদ মনজুর স্যারের লেখা বইটা ভালো।
তাছাড়া প্রকৌশলী মুজিবুর রহমানেরটা বা মোহাম্মদ আনিসুল ইসলামের বইটাও একেক পয়েন্টে বিচার করলে ভালো। ভালোভাবে পড়তে চাইলে তিন-চারটা বই নিয়ে বসাই ভালো–অতশত নোটের দিকে কাঙাল দৃষ্টি না দিয়ে।
আর…তামিম শাহরিয়ার সুবিনের কম্পিউটার প্রোগ্রামিং বইটা (দু খণ্ডে) হাতের কাছে রাখা ভালো। দ্বিমিক প্রকাশনী প্রোগ্রামিং সংক্রান্ত বেশ কিছু বই-ই বের করেছে, যেগুলো মিলিয়ে নেবার জন্য খুবই জরুরি। অনেক কিছু হয়তো পাঠ্যসূচিতে নেই। তাতে কী? কাজে লাগবে তো!
anikabanu publisher