Answered 3 years ago
বাংলাদেশের সেনাপ্রধান হতে গেলে প্রথমত আপনাকে ১৭-১৮ বছর বয়সে বিএমএ লং কোর্সে জয়েন করতে হবে।যদিও বিএমএ লং কোর্সে জয়েনিং এর বয়স ১৭-২১ বছর হয় কিন্তু আপনি ২০/২১ বছর বয়সে যদি জয়েন করেন তবে বয়সের কারনে সেনাপ্রধান পদে পদোন্নতির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।তখন আপনাকে Lt. General পদে অবসরে যেতে হবে।এরপর আসা যাক পদন্নোতি কীভাবে হবে।সাধারণত Lieutenant-Major(জুনিয়র অফিসার) দের পদন্নোতি হয় নির্দিষ্ট সময় সার্ভিস এবং প্রমোশন পরীক্ষা দেওয়ার মাধ্যমে।মেজর পদে চাকরির বয়সসীমা ২৩ বছর সেনাবাহিনীর অধিকাংশ কর্মকর্তা মেজর পদে অবসর গ্রহণ করেন।যারা পরবর্তীতে পদন্নতি পেয়ে Lt. Colonel হন তাদের চাকরির বয়স সীমা প্রতিটি প্রোমশনে বাড়তে থাকে। নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণের মাধ্যমে পরবর্তী প্রমোশনগুলো পেয়ে থাকেন একজন প্রার্থী।এক্ষেত্রে উচ্চশিক্ষা বিশেষ গুরুত্ব রাখে এবং প্রার্থীর রিপোর্ট অত্যান্ত স্বচ্ছ হওয়া চাই।এরপর ColonelBrigadier General Major GeneralLieutenant General পদে পদোন্নতির পর নির্দিষ্ট সময় Lieutenant General পদে সার্ভিস দেওয়ার পর প্রধানমন্ত্রী পরামর্শে রাষ্ট্রপতি যেকোনো Lieutenant General কে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেন এক্ষেত্রে সিনিয়রিটিকে প্রাধান্য দেওয়া হয়।
sohag360 publisher