বাংলাদেশের সাকিব আল হাসান মাসে অনেকবার অনেক দেশে ভ্রমণ করে। তাহলে ওনি কি পাসপোর্ট ব্যবহার করেন? কিভাবে এত ভ্রমনযাত্রা করেন?

1 Answers   14.5 K

Answered 2 years ago

সাকিব পাসপোর্ট ব্যবহার করে বলেই আমার অনুমান। আমার জানামতে, এখন পর্যন্ত পাসপোর্ট ছাড়া বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমনের কোন সুযোগ নাই।

আধুনিক কালে বিদেশ ভ্রমণ করতে তিনটা প্রধান জিনিস দরকার। একটা পাসপোর্ট, আপনার গন্তব্য যেই দেশে, সেই দেশে ভিসা এবং ভ্রমনের খরচ। পাসপোর্ট আছে সেটা শুরুতেই ধরে নিয়েছি। সাকিবের পক্ষে ভ্রমনের ব্যয়ভার বহন করা কষ্টকর না, কারণ সে যথেষ্টই আয় উপার্জন করে থাকে। বাকি থাকল ভিসা। যেই দেশে যেতে চায়, সেই দেশের দূতাবাস বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নিয়ম মেনে আবেদন করলে ভিসা পাওয়া সম্ভব। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোন দেশেই যাওয়ার ভিসা পাওয়া সম্ভব, যদি আপনার অঢেল টাকা থাকে। সাকিবের আছে। সেই সাথে বিভিন্ন দেশে সে কর্মসূত্রে যেতে ভিসা পায়, তার পেশা হল ক্রিকেট খেলোয়াড়। কর্মসূত্রে বিদেশ ভ্রমনে বরং তুলনামূলক সহজে ভিসা ইত্যাদি পাওয়া যায় যদি ঠিক নিয়ম মেনে আবেদন করা হয়।

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions