বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং কোনটি এবং কোন জেলায় অবস্থিত?

1 Answers   5.8 K

Answered 3 years ago

বাংলাদেশের সবচেয়ে বড় ভবন দেশের ১১তম বৃহত্তম শহর, ও দ্বিতীয় বৃহত্তম পৌরসভা কুষ্টিয়া জেলা শহরে অবস্থিত। দেশের প্রথম ৪০তলা বিশিষ্ট ৭৫৫৫ স্কয়ার ফিট জায়গা জুড়ে ২০০মিটার অর্থাৎ ৬০০ফিট উঁচু ভবন'টি বিআরবি গ্রুপ তৈরি করেছে। এটি ৪৫ তলা পর্যন্ত হবে, এখনো কাজ চলমান রয়েছে। এটা বানিজ্যিক ভবন। উল্লেখ এই বিল্ডিংয়ের সব ছবি অনেক দূর থেকে তোলা, কারন আশপাশে ঢুকতে দেওয়া হয়না এখনো পর্যন্ত কারো। বাংলাদেশে বর্তমানে এই বিল্ডিংটাই সবচেয়ে বড়।
Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions