Answered 2 years ago
বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে রঙ্গুনিয়া ইউনিয়ন, চট্টগ্রাম। এটি চট্টগ্রাম জেলার রাঙামাটি উপজেলায় অবস্থিত।
রঙ্গুনিয়া ইউনিয়নের মোট জমির পরিমাণ 333.15 বৃগ্গ মাইল অর্থাৎ 533.96 বর্গ কিলোমিটার। এটি মগবাজার থেকে দক্ষিণ দিকে অবস্থিত এবং ভারতের মিজোরাম সীমান্তের সাথে সীমান্তবর্তী।
রঙ্গুনিয়া ইউনিয়নের জনসংখ্যা প্রায় 2 লাখ। এখানে বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে, যেমন চাকমা, মরাঙ, মিজো ইত্যাদি।
Deloar Mahmud publisher