Answered 2 years ago
বাঙালি জাতি কিন্তু ইন্দো-ইউরোপীয় জাতির মধ্য থেকে এসেছ। তাই এটি উত্তর হবে যে বাঙালি নাকি উপজাতি অবশ্যই বাঙালি। কারণ প্রায় 1400 বছর ধরে বাঙালি জাতি গড়ে উঠেছে এই ভূমিতে। আর উপজাতি গুলো অন্য দেশ থেকে এই দেশে উঠে এসেছে যেমন তিব্বত থেকে বাংলাদেশে এসেছে চাকমারা ,গারোরা এবং মারমারা। আর তারে এখন পর্যন্ত এই একই নামে পরিচিতি। আর তাই সবচেয়ে প্রাচীন বাঙালি জাতি।
jakirrana publisher