Answered 3 years ago
সচিবের কাজ হচ্ছে সাচিবিক দায়িত্ব পালন করা। এখানে প্রকৃত ক্ষমতা সীমিত। গুরুত্বপূর্ণ বিষয়ে সচিব সুপারিশ করতে পারেন। হয়তো তাঁর সুপারিশ এর ব্যত্যয় হয় না। তারপরও সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার তো তাঁর নেই। হয়তো কিছু দাপ্তরিক বিষয়ে সচিব সিদ্ধান্ত দেন। কিন্ত তারপরও এই ক্ষমতা সীমিত।
azim publisher