Answered 2 years ago
বেশ কয়েকটি কারণ রয়েছে বলে আমি মনে করি।
১. শিক্ষা ব্যবস্থার সমন্বয়হীনতা। সিলেবাস আর বাস্তবের সাথে এর প্রয়োগে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে হয়।
২. রাজনীতির একটা বড় প্রভার রয়েছে বিগত সময়ে আমি যা দেখেছি। লেখাপড়ার মান ও পরিবেশ এর দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।
৩. বেশ কিছু শিক্ষকদের নৈতিক অবক্ষয় হয়েছে। এর কিছু প্রভাব আছে।
৪. ছাত্রদের সার্বিক অবস্থারও কিছু পরিবর্তন হয়েছে। যার ফলে মেধাবী ছাত্র তৈরীর পরিবর্তে গড় মানের ছাত্রছাত্রী তৈরী হচ্ছে।
৫. অভিভাবকদের কিছু দায় আছে।
তবে সর্বোপরি আমি মনে করি সরকার কর্তৃক প্রভাবটাই বেশি। সেটা রাজনৈতিক হোক, গাফলতি হোক, সদিচ্ছার অভাব হোক, একটা কিছু হবে।
abujahid publisher