Answered 3 years ago
হুমায়ুন আজাদ এবং অভিজিৎ রায় এর প্রায় সব বইই পিডিএফ পাবেন। একটু কষ্ট করে গুগল করতে হবে। আর আসিফ মহিউদ্দিন এর এখন পর্যন্ত লেখা একটিমাত্র বই 'ছোটদের জন্য মানববাদ' বইটি যতদূর জানি হার্ডকপি বাংলাদেশে পাওয়া যায়না। তবে ইউটিউবে তিনি নিজের চ্যানেলে দুই একদিন পরপরই লাইভে আসেন। সেখানে তার সাথে যুক্ত হয়ে সরাসরি কথা বলতে পারেন। ধন্যবাদ।
Azhar Ali publisher