বাংলাদেশের বিদ্যুত এর অবস্থার উন্নতি কতদিনের মধ্যে হতে পারে ?

1 Answers   11.7 K

Answered 2 years ago

দেখুন বিদ্যুৎ সাশ্রয় বিষয়টি আমাদের সকলকেই ভাবা উচিত কারণ বাড়ীতে, অফিসে , বিভিন্ন জায়গায় অকারণে ও বিদ্যুৎ ঝালিয়ে রাখি যেখানে দরকার নেই সেখানে ও একটি লাইট জ্বালিয়ে রাখি সবদিক বিবেচনা করে আমাদের সকলকেই সচেতন হতে হবে তাহলেই আমাদের বিদ্যুৎ সাশ্রয় খুব তাড়াতাড়ি হবে। এবিষয়ে আমাদের সকলকেই সচেতন হতে হবে সোলোগান দিতে হবে। আমরা অপ্রয়োজনে বিদ্যুৎ খরচ করব না ।যেখানে বিদ্যুৎ খরচ না লাগে সেখানে আমরা বিদ্যুৎ খরচ করব না।


Kani Khatun
Kani
240 Points

Popular Questions