বাংলাদেশের পুলিশ ইংরেজি বানান, অন্য দেশের ইংরেজি বানান আলাদা কেন?

1 Answers   4.4 K

Answered 3 years ago

ইংরেজীতে ডাক্তার ও হাসপাতাল বলে কোন শব্দ নেই। ইংরেজীতে আছে ডক্টর (doctor) ও হসপিটাল (hospital)। আমরা বাংলাতে অন্য শব্দ বানিয়ে নিয়েছি। ডাক্তার কোন ইংরেজী শব্দ নয়।

যেসব দেশের ভাষা ইংরেজী, সেসব দেশে সঠিক বানানে POLICE লেখা থাকে। আপনি অন্য বানানে যেসব "পুলিশ" লেখা দেখেন - সেগুলো কোনটাই ইংরেজী নয়। সেগুলো অন্য দেশের ভাষা। 


Afroja Sultana
afrojasultana
328 Points

Popular Questions