বাংলাদেশের দ্বিতীয় রাজধানী শহর বলা হয় কোন শহর কে?

1 Answers   10.8 K

Answered 2 years ago

এক্ষেত্রে অনেকেই হয়তো ভাবছেন চট্টগ্রামের কথা।কিন্তু চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।তাই,চট্টগ্রামকেই আবার দ্বিতীয় রাজধানী বলাটা সেন্স্ মেইক্ করে না। এক্ষেত্রে বগুড়ার কথা চিন্তা করা যাক। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলেই এরকম বলা হয়ে থাকে।বগুড়ার যোগাযোগ ব্যাবস্থা খুবই উন্নত মানের। ট্রেন এবং বাস উভয় ব্যবস্থায় ঢাকা থেকে আসা যায়।বগুড়ার একমাত্র বিমানবন্দরটি বগুড়া সদর উপজেলার এরুলিয়া নামক স্থানে অবস্থিত। তবে বিমান বন্দরটি বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। তাই আমার কাছে বগুড়াকেই বেশি যুক্তিসংগত বলে হয় দ্বিতীয় রাজধানী হিসেবে। কেউ সঠিকটা উত্তর জেনে থাকলে রেফারেন্সসহ জানাবেন প্লিজ
Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions