বাংলাদেশের ডিগ্রীধারী শিক্ষা পদ্ধতিতে অবস্থান করেও কিভাবে প্রকৃত শিক্ষা অর্জন করে শিক্ষিত হবো?

1 Answers   14 K

Answered 2 years ago

মানুষের ট্রাজেডি কী জানেন? তিমি, হাতি থেকে শুরু করে মশা, মাছি এবং আরো অন্যান্য ক্ষুদ্রাতিক্ষুদ্র কীটাণুকীট তাদের নিজস্ব জীব ধর্ম পালন করে। কিন্তু মানুষ তার জীবধর্ম পালন করে না। অর্থাৎ মানুষ মনুষ্য ধর্ম পালন করে না। এখানে ব্যাতিক্রমীদের কথা বলা হচ্ছে না। কারণ আমরা সবাই জানি, Exception proves the rule. হাতি হাতির ধর্ম পালন করে, কুকুরের ধর্ম নয়। কুকুর ককুরের ধর্ম পালন করে অন্য জীবের ধর্ম নয়। কিন্তু মানুষ একমাত্র জীব যে মনুষত্ব পালন করে না। জন্ম থেকেই আমাদের পারিপার্শ্বিকতা, সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সবকিছুই এর জন্য দায়ী। আদিম মানুষ মানুষ ছিল। সভ্যতার যত উন্নতি হচ্ছে, মানুষ তত অমানুষ হচ্ছে। মানুষ হওয়ার শিক্ষা যদি কোথাও পেয়ে যান, দয়া করে সেই শিক্ষাই গ্রহণ করবেন। ধন্যবাদ।

Liza Khatun
liza
408 Points

Popular Questions