বাংলাদেশের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি অসহ্য লাগে? কেন?
0
0
1 Answers
11.5 K
0
Answered
2 years ago
কুমিল্লায় আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়নে জাংগালিয়া বাস টার্মিনালের উন্নয়ন করেছিলাম। বাস টার্মিনালটির চত্বর ইট দিয়ে সলিং করা ছিল। রোজ শত শত বাস এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যের দিকে ছেড়ে যেত। টার্মিনালের ভেতরে নানা স্থানে গর্ত থাকায় বাস চলাচলে খুবই সমস্যা হত। যাত্রীদের আসা যাওয়ার সময় অবর্ননীয় দুর্ভোগ হত বিশেষ করে বর্ষাকালে। বাথরুমের অবস্থা ছিল খুবই করুন।
যাই হোক প্রকল্পের টাকায় পুরো টার্মিনালের চারদিকে বাউন্ডারি ওয়াল করা হলো, রাত্রিকালিন নিরাপত্তার জন্য লাইট লাগানো হল, সম্পূর্ণ টার্মিনাল এরিয়া ঢালাই করে পাকা করে দেয়া হল, নারী পুরুষের জন্য এমনকি প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা টয়লেটের উত্তম ব্যবস্থা করা হল, বর্ষাকালে কোনভাবেই যেন পানি না জমে সেজন্য যথাযথ ড্রেনের ব্যবস্থা সহ বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে কাঠ আর নানা ফুলের গাছ লাগানো হল, ময়লা ফেলার জন্য নানা স্থানে স্ট্রিট বিন দেয়া হল।
দেড় বছরে সমুদয় কাজ শেষ করার পর বিশ্ব ব্যাংকের টাস্ক টিমলিডার টার্মিনাল দেখতে গেলেন। দেখা গেল পুরো টার্মিনাল অঞ্চল ধূলিধূসরিত আর যত্রতত্র চিপসের প্যাকেট, কাগজের টুকরো, কলার খোসা ফেলে রাখা হয়েছে। টার্মিনাল ভবনের ওয়াল নানা পোস্টার আর দাগে ভর্তি। সদ্য কাজ শেষ হওয়া টার্মিনালে নতুনত্বের বিন্দু মাত্র চিন্হ নেই। ফুটপাথ আর বাউন্ডারি ওয়ালের মাঝের স্হানে মলমূত্রত্যাগ করা হয়েছে যার বিশ্রী গন্ধে টাস্ক টিম লিডার মি. কোবেনা পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরলেন। তিনি এই সব নোংরা দেখে বাস টার্মিনাল ভবনে টয়লেট বানানো হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করতে লাগলেন। যাই হোক তাকে মাস খানেক আগে নির্মিত টয়লেট ব্লকে নেয়া হল। টয়লেট গুলো ভয়ানক নোংরা দেখে তিনি পৌর কতৃর্পক্ষের আর ব্যবহারকারীদের দায়িত্বহীনতার জন্য গুরুতর অসন্তোষ প্রকাশ করলেন।
পরিশেষে তাকে বাস সার্ভিস এরিয়ার দিকে নেয়া হল। সেখানে ফুটপাতে বসে তিনজন মূত্র ত্যাগ করছিল যদিও পাশেই সার্ভিস এরিয়ার চমৎকার একটি টয়লেট ব্লক রয়েছে। টাস্ক টিম লিডার মূত্র ত্যাগকারীদের দেখে মৃদু হাসলেন তারপর মুখে রুমাল চেপে টার্মিনাল ভিজিট সম্পূর্ণ না করেই সিটি কর্পোরেশনে চলে গেলেন। সেখানে পৌর কতৃর্পক্ষের উপস্থিতিতে পরিচ্ছন্নতা বিষয়ে দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখলেন। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। আবর্জনা ফেলার নিদৃষ্ট স্হান করে দেয়া সও্বেও শহর এবং টার্মিনাল তেমনই নোংরা আছে। পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা সও্বেও যত্রতত্র মূত্র ত্যাগও বন্ধ হয়নি। আমাদের এই নোংরামিটাই সবচেয়ে অসহ্য লাগে। দেশের অন্যান্য স্থানেও মারকেট, টারমিনাল নির্মিত হয়েছে । সব জায়গার চিত্র একই বটে।
3.7 হা বার দেখা হয়েছে
83টি আপভোট দেখুন
1টি শেয়ার দেখুন
Farjul Islam Ovoy-এর প্রোফাইল ফটো
Farjul Islam Ovoy
·
অনুসরণ
ঢাকা, বাংলাদেশ এ থেকেছেন2 বছর
নোংরা রাজনীতি! আমাদের দেশে রাজনৈতিক নেতারা এতটা নিকৃষ্ট যে, তাদের জন্য রাজনীতির প্রতি একেবারে বাজে একটা ধারনা চলে আসছে।
Naimul Islam Akanda-এর প্রোফাইল ফটো
Naimul Islam Akanda
·
অনুসরণ
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে মাস্টার্স (2019)2 বছর
সরকারের সকল বিভাগের একটি কাজ করতে গেলে সমন্বয়হীনতা।
যখন সড়ক বিভাগ একটি রাস্তা করে ঢালাই দিয়ে সুন্দর করে চলে যায়।
একটি রাস্তা একবার তিতাস গ্যাস এসে খুড়ে কাজ সেরে ঢালাই করে।
masrafimortoza publisher