বাংলাদেশের কয়েকজন সফল উদ্যোক্তার কাহিনী বলতে পারবেন কি?

1 Answers   13.1 K

Answered 3 years ago

১/ ফেসবুক পেইজের মাধ্যমে জামা-কাপড় বিক্রি করা।

প্রতি বছর বাংলাদেশে ফেসবুক পেইজের মাধ্যমে শত-শত কোটি টাকা লেনদেন হয় যার পুরটাই হচ্ছে প্রডাক্ট সেল করে। আপনি যদি একটি ফেসবুক পেইজ খুলে জামা কাপড়ের ব্যাবসা শুরু করেন তাহলে খুব অল্প সময়ে সফলতা অর্জন করতে পারবেন। ২০২২ সালের সেরা উদ্যোক্তা বিজনেস আইডিয়া এটি। আপনি যদি চান কোনো পূজি ছাড়াই এই বিজনেস চালু করবেন তাও পারবেন। আপনি ফেসবুক পেইজের মাধ্যমে প্রি-অর্ডার নিয়ে কাষ্টমারের টাকা দিয়েই পন্য কিনে পাঠিয়ে দিবেন এতে আপনার কোনো টাকা লাগবেনা আবার মাঝে থেকে ভালো পরিমান মুনাফা হাসিল করে নিতে পারবেন অনায়াসে।

 ফেসবুকে তো হাজার হাজার পেইজ ব্যাবসা করছে তাহলে কাষ্টমার কেনো আপনার পেইজে আসবে? এই উদ্যোক্তা বিজনেস আইডিয়া কাজে লাগাতে আপনাকে কিছু ট্রিকস ব্যাবহার করতে হবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপর ভালো জ্ঞান থাকতে হবে। আপনাকে টার্গেট করতে হবে আপনি যেই জামাটি বিক্রি করবেন সেটা কাদের কাছে বিক্রি করবেন। ছেলে, মেয়ে, কম বয়সী ছেলে বা মেয়ে নাকি বোশি বয়সের ছেলে বা মেয়ে অথবা উভই। অডিয়েন্স টার্গেট করে মার্কেটিং করলেই চলবেনা আপনাকে বিভিন্ন লোভনীয় অফার প্রভাইড করতে হবে।

অফার কিভাবে দিতে হয়? আপনি একটি প্রডাক্ট ৫০০ টাকা দিয়ে বিক্রয় করবেন তাহলে সেই পণ্যের দাম দিবেন ১০০০ টাকা এবং সেখানে ৫০% ডিসকাউন্ট দিয়ে দিন তাহলে কাষ্টমারদের আকৃষ্ট করতে পারবেন। বর্তমানে সবাই আগে এটা দেখে যে কোন প্রডাক্টে অফার চলছে এবং সেটাই বেশি মানুষ কিনে থাকে। তাই সেরা বিজনেস আইডিয়া ২০২২ এর প্রথমে ফেসবুক  পেইজের মাধ্যমে ব্যাবসাকে রাখা হয়েছে।

২/ মৎস্য চাষের উদ্যোক্তা হওয়া

আপনার যদি একটি পুকুর থাকে তাহলে তো কথায় নাই অনায়াসে মৎস্য চাষের উদ্যোক্তা বিজনেস আইডিয়া কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনার পুকুর না থাকে তাহলেও সমস্যা নাই বাড়ির ছাদে বা আঙ্গিনাতে বড়ো ডেক বানিয়ে সেখানো মাছের পোনা ছেড়ে মাছ চাষ করতে পারবেন  এবং সৌখিন মানুষদের জন্য একুরিয়ামে রাখা যায় এমন মাছ নিয়েও কাজ করতে পারবেন। বিদেশু মাছের পোনা দিয়ে ভালোভাবে পরিচর্চা করে বিক্রি করতে পারলে প্রচুর টাকা আয় করতে পারবেন। অনেক বেকার মানুষ মৎস্য চাষের উদ্যোক্তা বিজনেস আইডিয়া কাজে লাগিে মাসে কোটি টাকা আয় করছে। তারা বিদেশি দামি দামি মাছের পোনা চাষ করেন এটি একটি প্রচুর লাভজনক বিজনেস।

আমি মনে করি এই দুইটি বিজনেস আইডিয়া ২০২২ সালের সেরা উদ্যোক্তা বিজনেস আইডিয়া। আপনি যদি সঠিক নিয়মে উদ্যোগ নিয়ে বিজনেস শুরু করেন তাহলে বেকারত্বের কালো থাবা থেকে বেরিয়ে সফলতার স্বর্গে পৌছাতে পারবেন ইনশাআল্লাহ্। 


Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions