বাংলাদেশের একজন নাগরিক হয়েও কি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সম্ভব?

1 Answers   4.3 K

Answered 3 years ago

যুক্তরাষ্ট্র : ২০,৯৪০ বিলিয়ন ডলার

ফ্রান্স : ২,৬০৩ বিলিয়ন ডলার

ভারত : ২,৬২৩ বিলিয়ন ডলার

একটি দেশের মোট সম্পদের পরিমানকে GDP (Gross domestic product) বলে। এখানে লক্ষ্যনীয় হলো - বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তি, যুক্তরাষ্ট্রের এলন মাস্ক এর সম্পদের পরিমান ২১৯ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের মোট সম্পদ ও এলন মাস্ক এর সম্পদের পরিমান তুলনা করলে - এলন মাস্ক যুক্তরাস্ট্রের ১% সম্পদের মালিক।

বাংলাদেশের GDP ৩২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশের একজন মানুষ যদি এলন মাস্কের চেয়ে ধনী হতে হয়, তাহলে তাকে ২১৯+ বিলিয়ন ডলারের মালিক হতে হবে। তেমন হলে সেই লোকটি বাংলাদেশের প্রায় ৬৭% সম্পদের মালিক হতে হবে।

একজন মানুষ একটি দেশের ১% সম্পদের মালিক হতে পারে। কিন্তু, পুরো দেশের ৬৭% সম্পদের মালিক হওয়া অসম্ভব।

Mr. Titus
titu
278 Points

Popular Questions