বাংলাদেশী মুসলিম আর ভারতীয় মুসলিম দের মধ্যে পার্থক্য কি ??
0
0
1 Answers
2.5 K
0
Answered
2 years ago
আল-হামদুলিল্লাহ
একনিষ্ঠ শব্দের অর্থ পরিশ্রমী, যত্নশীল, যত্নবান্, চেষ্টাবান এবং “একের প্রতি অনুরাগ এমন” প্রভৃতি। কাজেই একনিষ্ঠ মুসলিম অর্থ ইসলামের প্রতি যত্নবান। আর ইসলামের প্রতি যত্নবান হওয়ার জন্যে ইসলাম সম্পর্কে বিশুদ্ধ জ্ঞানার্জন করা এবং সেই বিশুদ্ধ জ্ঞান মোতাবেক আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হলো একনিষ্ঠ মুসলিম।
যেমন ইসলামের পাঁচটি বিষয় : দু’টি শাহাদাত, সালাত, যাকাত, সিয়াম ও হজ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞানার্জন করা।
ঈমানের ছয়টি বিষয় : আল্লাহ, মালায়েকা, কিতাব, রাসূল, আখিরাত ও ভালো-মন্দ তাকদীর সম্পর্কে বিশুদ্ধ জ্ঞানার্জন করা।
ইহসানের দু’টি বিষয় : “আল্লাহকে দেখার মত অথবা তিনি দেখছেন এমন ভেবে ইবাদত করা” সম্পর্কে সঠিক ইলম অর্জন করে আল্লাহতে নিজেকে সোপর্দ করাই হলো একনিষ্ঠ মুসলিম।
শুধু মুসলিম শব্দটি পরিপূর্ণ মুসলিমকে বুঝায়।
ইসলাম ও ঈমান শব্দ দু’টি পৃথকভাবে ব্যবহার করা হলে একটি দ্বারা উভয়টি বুঝায়। অর্থাৎ কেবল মুসলিম বললে মুসলিম+মুমিন উভয় বুঝায়। অনুরূপভাবে কেবল মুমিন বললে মুসলিম+মুমিন উভয় বুঝায়। যদি মুসলিম ও মুমিন এক সাথে ব্যবহার করা হয়, তখন ইসলাম মানে উল্লিখিত সংজ্ঞা এবং ঈমান মানে উল্লিখিত সংজ্ঞা বুঝাবে।
আর যখন নরমাল বা সাধারণ মুসলিম বলা হবে তখন তার স্তরের কোনো শেষ নেই, কারণ ইসলাম সম্পর্কে মূর্খতার ভিত্তিতে তার স্তরগুলো বিভিন্ন হয়। ধন্যবাদ।
hossiannaim publisher