বাংলাদেশিরা বিদেশে পড়াশোনার উদ্দেশ্য গিয়ে পড়াশোনা কেন ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায় পালিয়ে?
0
0
1 Answers
1.9 K
0
Answered
2 years ago
আমার পরিচিত এক ছেলে এই কাজ করেছে।
কম্পিউটার সাইন্স পড়ার জন্য সে হাঙ্গেরিতে গিয়েছিল। হাঙ্গেরিতে নাগরিকত্ব দেয়না বলে সে ইউরোপিয়ান ইউনিয়নের অন্য আরেকটি দেশে চলে যায়।
পরে সেখানে সকল সেমিস্টারে ফেল করে এখন আবার অন্য দেশে চলে গেছে।
পড়াশোনার উদ্দেশ্যেই ইউরোপে গিয়েছিল, কিন্তু কুলাতে না পেরে অন্য দেশে পালিয়ে গেছে।
ashis publisher