বাংলাদেশকে কেন শুধু .বিডি ডোমেইন না দিয়ে .কম.বিডি ডোমেইন দেওয়া হল?
15
0
1 Answers
8.8 K
0
Answered
3 years ago
বাংলাদেশকে .বিডি ই দেয়া হয়েছে। .কম.বিডি হলো বাংলাদেশী কোম্পানির জন্য দেয়া হয়। যেমন আমার বিশ্ববদ্যালয় শিক্ষাগত প্রতিষ্ঠান হওয়ায় (uiu.ac.bd) .এসি.বিডি (এসি মানে এখানে একাডেমিক) দেয়া হয়েছে।
ওয়েবসাইটের ধরণ অনুসারে তার ডোমেইন নেম এক্সটেনশন দেয়া হয়।
kumarshuvo05 publisher