বহু বছর আগে বিলুপ্ত হওয়া ‘ডোডো (Dodo)’ পাখিকে সবচেয়ে ‘বোকা পাখি’ বলা হত কেন?

1 Answers   3.6 K

Answered 3 years ago

মাদাগাস্কার মরিশাস দ্বীপে একপ্রকার পাখির বসবাস ছিল ডোডো নামে। পাখিটির একটি বৈশিষ্ট্য ছিল, এটি ছিল অলস ধরণের পাখি। অন্যান্য পাখির মতো মানুষ ধরতে আসলে পালানোর চেষ্টা করত না। যে কারণে মাদাগাস্কার মরিশাস দ্বীপে যেসব জাহাজ ভিড়ত, সেসব জাহাজের নাবিকেরা ইচ্ছামতো পাখিগুলো ধরে ধরে খেয়ে ফেলত। যার ফলে পাখিটি একসময় বিলুপ্ত হয়ে যায়। ‘ডোডো’ নামটি পর্তুগীজ নাবিকদের দেয়া, যার অর্থ হলো ‘বোকা’।


Rasel Rana
raselrana
462 Points

Popular Questions