বলিউড চলচ্চিত্রে যেমনটা দেখায় যে, হিন্দুধর্মের লোকেরাও গির্জায় গিয়ে প্রার্থনা করে, বাস্তবেও কি তারা এমনটা করে?

1 Answers   10.7 K

Answered 3 years ago

হ্যাঁ, করে, বড়দিনে প্রচুর হিন্দু গির্জায় বেড়াতে যায় এবং যীশুকে প্রণাম করে। এমনকি মসজিদের ভেতরে যাবার সুযোগ হলেও একটা প্রণাম ঠুকে দেয়। তবে কিছু মৌলবাদী হিন্দুর অবৈধ জন্ম হয়েছে যারা এগুলো পছন্দ করেনা এবং করতে বারণ করে ও হুমকিও দেয়!


Anitk Mahmud
antik
284 Points

Popular Questions