বর্তমান সোশ্যাল মিডিয়া তো নগ্নতায় ভরে গেছে কিভাবে এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারি?
0
0
1 Answers
11.9 K
0
Answered
2 years ago
সোশ্যাল মিডিয়া নগ্নতায় ভরে যায়নি বরং আপনার সোস্যাল ফীডে নগ্ন কন্টেন্ট পোস্টকারী ভরে গেছে। এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হলে সোশ্যাল মিডিয়াগুলো আনইন্সল করে দিন। সিম্পল।
আর যদি আপনার সোশ্যাল মিডিয়াতে নগ্ন কন্টেন্ট হটাতে চান তাহলে এলগরিদমকে বুঝাতে হবে যে এপনি এসব কন্টেন্ট অপছন্দ করেন। আর এটা বুঝাতে হলে সেটিংস থেকে আপনার ইন্টারেস্টগুলো সেট করে নিন। বাজে কন্টেন্ট যাই আসবে সাথে সাথে অপশন থেকে নট ইন্টারেস্ট কিংবা ব্লক করে দিন এবং যাদের কন্টেন্ট আপনার ভালো লাগে তাদের লাইক দিন। পাশাপাশি ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করে রাখুন। এভাবে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া থেকে আপনি উপক্রিত হবেন।
যেমন আমি ওয়েব ডেভেলপমেন্ট, পোগ্রামিং, টেকনোলজি ইত্যাদি ক্যাটাগরির মানুষদের ফলো করে রেখেছি এবং এসব রিলেটেড কিছু গ্রুপে জয়েন হয়ে আছি। যার ফলে আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই প্রতিদিন নতুন কিছু টিপস শিখতে পারি এবং আপডেটেড সব খবরাখবর জানতে পারি।
hafizkhan publisher