গনতান্ত্রিক ব্যবস্থায় জনগনই সার্বভৌমের মালিক এবং তারা তা সরকারের কাছে অর্পন করে তাদেরকে সে অনুসারে চালনার জন্য। কিন্তু সামগ্রিক বিচারে পৃথিবীর কোন সরকারই তা করেনা, করতে পারেনা, করতে গেলে হত্যা বা নিহত হতে হয়। এবং সকল দেশের সরকারই তাদের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অন্যও প্রিসক্রাইব করা পলিসি বাস্তবায়ন করে। সেটি যে দেশই হোক না কেন বরং বৃহৎ দেশগুলো এক্ষেত্রে একেবারেই অসহায় । যেমন আমেরিকা সেখানে সরকার সম্পূর্ন পরিচালিত হয় অদৃশ্য হাতের দ্বারা যা একটি প্রকাশ্য বিষয়। সেই অশুভ (ইলুমিনাতি রথচাইল্ড)শক্তি যারা সবকিছুরই আড়ালে থাকে তাদেরই কিছু তথ্য এখানে পাওয়া যাবে।
জন্এফ কেনেডি বাদে ইউএসউ এর সকল প্রেসিডেন্টই পাপিট সে বুশ, ক্লিনটন, নিকসন ওবামা যেই হোক না কেন। ইলুমিনাতি ব্যাংকার যাদের হাতে পৃথিবীর তিনটি দেশ বাদে সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের এবং অধিকাংশ রিসোর্সের নিয়ন্ত্রন তাদের পাপিট হল ইউএস প্রেসিডেন্ট, দ্যা ভ্যাটিকান, দ্যা জেসুইটস, ভয়ংকর স্কাল এন্ড বোন সোসাইটি সহ সকলল সিক্রেট সোসাইটি, ইউরোপিয়ান ইউনিয়ন, সকল মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রি সকলেই যাদের গোলাম। কিন্তু কারা তারা?
আইএস আইএস এর ন্যয় চির ঘৃন্য সন্ত্রাসী তৈরীর কাজও ওবামাকে দিয়ে এই সভরেনরা কারয়ে নেয় তাদের দেশের সকল জনগন ও বিশ্বের সকল মতামত অধিকার, মানবতা উপেক্ষা করে।
Lord Jacob de Rothschild : রথচাইল্ড পরিবার ফরাসী বিপ্লব থেকে শুরু করে ১ম বিশ্বযুদ্ধ ২য় বিশ্বযুদ্ধসহ এপর্যন্ত গুরুত্বপূর্ন প্রায় সকল যুদ্ধেই উভয় দলকেই অর্থ ঋণ দিয়ে তাদের নিয়ন্ত্রনাধীন করে।
Son Nathaniel : নাথানিয়েল ব্যাংক অব ইংলন্ড এর নিয়ন্ত্রক এবং ১৮০৬ থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর সর্ণের দাম নির্ধারন করেন।
Baron John de Rothschild : যিনি বর্তমানে সরকার প্রতিষ্টার জন্য কাজ করছেন। এই রথচাইল্ড পরিবারের সম্পদ ৫০০ ট্রিলিয়ন ডলার। ঠিক প্রায় পৃথিবীর অর্ধেক সম্পদ এর মালিক।
David Rockefeller : যাদের সম্পদের পরিমান ১০০ ট্রিলিয়নডলার এবং স্টান্ডার ওয়েল সহ গুরুত্বপূর্ন একসপোলার কোম্পানির মালিক। সমগ্র পৃথবীর প্রায় অর্ধেক বিস্ফোরক তারাই উৎপন্ন কওে এবংবিভিন্ন দেশসহ সকল সন্ত্রাসী গোষ্টিকে সরবরাহ করে।
Nathan Warburg : যার পরিবার প্রতারক প্রাইভেট ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম তৈরীর অন্যতম এবং জে.পি মরগান ফ্রন্ট। এছাড়াও তারা নাজি সরকারকে অর্থিক সহায়তা দিয়েছে।
7) Herr Heinz (Henry) Kissinger: MK-Ultra Mind Control (সকল অপরাধী/¯েøভ তৈরীর যন্ত্র) এর প্রগ্রামার
George Soros : পৃথিবীর শীর্ষ ড্রাগ ব্যবসায়ী ও এনজিও ফাইন্যান্সার।
Paul Volcker : ওবামার অর্থনৈতিক উপদেষ্টা।
Lloyd Blankfein : সিইও গোল্ডম্যান সাস
Ben Shalom Bernanke : চিফ ফেডারেল রিজাভ সিস্টেম। যারা এসেট বিহীন কাগজ ছাপিয়ে সমগ্র পৃথিবীকে ঋণের দ্বারা আবদ্ধ করছে। (ফেডারেল রিজাভ ব্যাংক এর কোন ব্যালান্স শিট/বাৎসরিক কোন নেই। ইউএস এর কোন প্রেসিডেন্ট ও জানতে পারে না এর কোন রিপোর্ট। ১৯৭৩ সালের পর থেকে কোন এসেট/স্বর্ণ ছাড়াই শুধু ডিমান্ড ভিত্তিক ডলার ছাপিয়ে দিচ্ছে। ৩টি দেশ ছাড়া ইউএসসহ সকল দেশের অর্থনীতি নিয়ন্ত্রন করছে। সকল কেন্দ্রীয় ব্যাংকে ফেডারেল রিজার্ভে একাউন্ট রাখতে হয় এবং সংশ্লিষ্ট দেশের যখন নতুন নোট ছাপানো দরকার হয় তখন ফেডারেল রিজার্ভে ডলার বা ¯^র্ন মুদ্রা রিজাভের বিপরিদে উক্ত পরি মান নোট ছাপাতে হয়। কিন্তু শুধুমাত্র ফেডালেল রিজার্ভ ব্যাংকই এই আইনের উর্দ্ধে।
hafizakhatun publisher