বর্তমান বিশ্বের পরিস্তিতি বিবেচনায় একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানকে HSC-এর পর কি উপার্জনের দিকে বেশি নজর দেওয়া উচিত নাকি পড়াশোনাতে?

1 Answers   3.4 K

Answered 2 years ago

দু'টোই। কি ভাবে সম্ভব? শুনুন, বলছি। ১৯৭২ সাল। স্বাধীনতার পরের বছর। যুদ্ধ উত্তর বিধস্ত দেশ। পিঠাপিঠি দুইভাই ভালভাবে HSC উত্তীর্ন হলাম। বাবা শিক্ষক। বলতে গেলে পুরো ৭১ সাল বেতন শূন্য। ভাটি অঞ্চলে বাস। অতি বর্ষাও বন্যায় ফসল তলিয়ে গেল। এক ফসলের কৃষিতে বিকল্প চাষাবাদ সে কালে ভাবাই যেত না। তবুও দু'ভাই সিদ্ধান্ত নিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। । মমতাময়ী ও বিদুষী মা অভয় দিয়ে সামনে এগুতে সাহস ও শক্তি যোগালেন। মনে পড়ে বাবা ক'মন ধান বিক্রি করে ভর্তির টাকা ও পথ খরচা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথ সুগম করে দিলেন। দু'ভাই নিজ নিজ পছন্দের বিষয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ন হয়ে ভর্তি হলাম। ৪/৫ দিন পর বাড়ি ফিরে বাবার ইতস্তত উঁচু ২ বিঘা জমিতে উফসী জাতের ধান লাগালাম। ভাগ্য ভাল ছিল যে পরবর্তী সেসনের চূড়ান্ত পরীক্ষা ও রাজনৈতিক কারনে ক্লাশ শুরু হতে আরে ২ মাস সময় লেগে গেল। দু'মাস পর আমরা হলে (Hall) উঠলাম।

এদিকে দুই ভাই ও বাবার অক্লান্ত শ্রম ও নিবিড় পরিচর্যায় কাংক্ষিত ফসলে উঠান ভরে গেল। সে সময় খাদ্য শষ্যের আকাল থাকায় ভাল দাম পাওয়া গেল। তিন মাসের মধ্যে একটা টিউশন পেয়ে গেলাম। ছ' মাসের মধ্যে বাবার বেতন নিয়মিত হয়ে গেল। ব্যস, জীবন চলতে লাগলো জীবনের নিয়মে। ভাল রেজাল্ট নিয়ে কর্ম জীবনের কঠিন ইনিংস শুরু হয়ে গেল।

পরামর্শ হলো. স্থানিয় কলেজ/ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন। বাবার বৈঠকখানাকে কর্পোরেট অফিস বানান। পুকুর থাকলে মাছ চাষ করুন। ৫০০/১০০০ মুরগীর ফার্ম খুলুন। জমি থাকলে চাষ করুন/ করান। নয়তো পুঁজির প্রাপ্যতা থাকলে ছোট ট্রাকটর কিনে ভাড়ায় চালান। ৫/১০টি রাজহাস পালুন।

শহরে হলে হাতের জি ৪/৫ সেল্যুলার ফোন কাজে লাগিয়ে সল্প পুঁজিতে E- Trading/ Commerce শুরু করুন। ধন্যবাদ।

ST Shopon
stshopon
252 Points

Popular Questions