Answered 2 years ago
বর্তমান প্রজন্মকে এসব নিয়ে ভাবার কারন অনেক গুলোই এরমধ্যে অন্যতম পশ্চিমা সংস্কৃতির আমদানি।
আমাদের বাঙালি সংস্কৃতি দুই সংস্কৃতির বেড়াজালে আটকানো।
ইসলামিক সংস্কৃতি অনুযায়ী বিয়ের পর বউ হালাল ওই সময় সেক্স করতে কোনো সমস্যা নাই স্বামী স্ত্রীর। সমাজও ঠিকঠাক এতে লুকাচুরির কিছু নাই। সমস্যাটা হয় তখন যেখানে ইসলামিক শারীয়া অনুযায়ী সন্তান নাবালক হলে বিবাহ দাও।
তবে,আমাদের ওই ক্ষেত্রে আমরা ফলো করি পশ্চিমা সংস্কৃতিকে আমরা বিয়ে করি ৩০-৩৫ বছরে।
সন্তান নাবালক হয় ১৫ বছর বয়সে এভারেজ তো বিয়ে করতে ১৫ বছর।এই সময়ে হালাল ভাবে তো বিয়ে করা যায় না তবে,সেক্স করার জন্য অবৈধ বউও বলা যায় বা জিএফ পাওয়া যায়।
এই ১৫ বছর সময়ে ক্যারিয়ার এর পিছে ঘুরতে ঘুরতে যৌন চাহিদা জিএফ বিএফ সংস্কৃতিতে তা সহজের পূরণ করা যায়।
তারপর,আমাদের নাটক সিনেমা এতোকিছু দেখবেন সবকিছুতে প্রেমকাহিনি।
পর্ণ সিনেমা এর বিশাল বাজার তাই সবাই সেক্স এর পিছনে পাগলা ঘোড়ার মতো দৌড়ায়।
suzuka publisher