Answered 3 years ago
একটা রুমে কিছু মাংশ রেখে ৪ টা চারপায়ের ডগ্ ছেড়ে দিন। দেখুন কী
আমাদের ভারতবর্ষে, দেশ হচ্ছে একটা রুম এবং মাংশ হচ্ছে জনগনের সম্পদ। অন্যদিকে চারপায়ের ডগ হচ্ছে রাজনীতিবিদগন
আপনি যদি ইউরোপের দিকে লক্ষ করেন তাহলে দেখবেন ক্ষমতার এক সুস্থ লড়াই চলছে। এক দল অন্যদলকে গঠনমূলক সমালোচনার কাঠগড়াতে দাড় করাচ্ছে কিন্তু যে দলই ক্ষমতায় যাচ্ছে তার সামনে শুধু একটা অপশন থাকে তা হলো 'দেশ'! নিজের দেশ রেখে বাদবাকি দুনিয়া ধ্বংশ হয়ে গেলেও তাদের কিছু যায় আসে না তবে দেশের ক্ষতি তারা মেনে নেবে না। যেকোনো মূল্যে দেশের স্বার্থ তারা রক্ষা করেই।
আমেরিকার দিকে নজর দিন। দেশটিতে সেই শুরু থেকে দুটি দলই ঘুরেফিরে শাসন করে আসছে কিন্তু কোনো দলের কোনো নেতা কখনো দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে নি। অন্য দেশ - জাতি ধ্বংশ করে হলেও দেশকে এগিয়ে নিয়ে গেছে। আমেরিকার জন্য ক্ষতির কারণ হতে পারে এমন যে-ই এসেছে তাকেই মৃত্যুর শরবত পান করিয়েছে। এক কথায় 'আমেরিকা ফাস্ট'!
কিন্তু আমাদের দেশগুলোতে দলপতিদের সামনে একটা মাত্র অপশন 'বিদেশ'! সম্পদ লুট করো এবং তা বাহিরবিশ্বে জমা করো। ক্ষমতায় পালা বদল, দেশ ছাড়ো, শান্তিতে থাকো। এমনটা সকল দলের সকল নেতার জন্যই প্রযোজ্য। [ব্যতিক্রম উদাহরণ হয় না
babynaznin05 publisher