বর্তমানে উবার বাইক রাইড শেয়ার করে কেমন আর্ন করা যায়?

1 Answers   10.1 K

Answered 2 years ago

ঢাকায় একটা রিকশাওয়ালা ৪ ঘন্টা রিক্সা চালিয়ে ১০০০ টাকা কামিয়ে ফেলে।

উবারো পাঠাও চালকের ওই সময়ের মধ্যে ২০০ টাকা হয় না। এখন সবাই নিজেরাই খেপ মারে। এফসের গ্রাহক নেয় না।

জিজ্ঞেস করতে বলা এখন নাতি নাকি তাদের কামাই হয় দিনে দুই হাজার টাকা। আমার মনে হয় ওরা মিথ্যা বলে।

Jannat Jara
jannatjara
208 Points

Popular Questions