বরের উচ্চতা বউয়ের থেকে কম হলে কোন সমস্যা হয়/ হবে কি?

1 Answers   10.9 K

Answered 2 years ago

বিশেষ কিছু হবে না। একটু দেখতে অস্বাভাবিক মনে হবে। কারণ আমরা এরকম দেখতে অভ্যস্থ নই। আর তাই মনের মধ্যে সবসময় খুটখুট লেগে থাকবে। আর পরবর্তী প্রজন্ম আকার ছোট হতে পারে। কারণ পিতা এবং মাতার থেকে পরবর্তী তে জিন সঞ্চারিত হবে। তবে বিয়ে করা ভালো। মানুষ ভালো হলেই হলো।

Harun Khan
Harun Khan
630 Points

Popular Questions