বন্ধু বান্ধব ও নিকট আত্মীয়দের বৈবাহিক জীবন দেখে, বিয়ে করা একটি আতঙ্ক মনে হচ্ছে। কী করণীয়? সব ক্ষেত্রেই মেয়েরা শুধু ডিভোর্স চায়।

1 Answers   11.2 K

Answered 2 years ago

তো চাহিদা অনুযায়ী যোগান না হলে ডিভোর্স তো চাইবেই | বিয়ের আগে ই নিজের সামর্থ্য ক্লিয়ার করে বলে নিবেন |আলগা ফুটানি মারতে যাবেন না |অনেক অভিভাবক মিথ্যা বলে বিয়ে দেয় ভাবে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে |আসলে বিয়ের আগে নিজেরা ভুল করবেন আর পরে ভেবে নিবেন যে কিছুই হবেনা সেই যুগ আর নেই জনাব | এখন ছেলে মেয়ে উভয়েই নিজ নিজ সম্পর্কে অধিক সচেতন, তাই যা করবেন ভেবে চিন্তে |সমঝোতা বা বোঝাপড়া দুই পরিবারের মধ্যে বিয়ের আগে ক্লিয়ার হয়ে নেয়া ভালো |বিয়ে করার পরে বাড়াবাড়ি হলে আসলে ডিভোর্স দেয়া ছাড়া কিছু করার ও থাকেনা |
Shovo Kumar
shuvokumar
365 Points

Popular Questions