বন্ধুরা আমার বউ-এর ছবি দেখতে চায়, কিন্তু আমি দেখাতে চাই না। তাদেরকে কিভাবে না করা যায়?

1 Answers   2.1 K

Answered 2 years ago

আপনি কি সৎ সঙ্গে আছেন নাকি অসৎ সঙ্গে??? আমার মনে হয় আপনি অসৎ সঙ্গে আছেন। আপনার বন্ধুরা হয়তো খুব একটা সুবিধার না, আর সেটা আপনি ভালো করেই জানেন, নয়তো নিজের বউ এর ছবি বন্ধুদের দেখানোর মধ্যে আমি তো খারাপ কিছু খুঁজে পেলাম না। যাইহোক, আপনার এই প্রশ্নের উত্তর এটাই যে, যত অজুহাত দেখাবেন ওরাও তত চেপে ধরবে, বারবার জোর করবে ছবি দেখার জন্য। আর আপনাকে পরিস্থিতি বিশেষে নানান মিথ্যা যুক্তিতর্ক খুঁজে বের করতে হবে। তাই এটা থেকে পরিত্রান পেতে হলে আপনার হাতে দুটো অপশন, মুখের উপর সোজা বলে দিন যে আমার বউয়ের ছবি আমি তোদের দেখাতে চাই না। আর যদি বলতে না পারেন তবে ছবি দেখিয়ে দিন। আমি সোজা কথার মানুষ, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। তাই ভালো লাগলে আমার সাথে মেশো, নয়তো না মেশো। ঘষে-মেজে রূপ, আর ধরে-বেঁধে পিরিত আমার কাছে চলবে না। ধন্যবাদ

Khaled
Khaled
303 Points

Popular Questions