Answered 2 years ago
আছে।
পৌরাণিক কাহিনী অনুসারে, মৃত্যুর অধিপতি যমরাজ কে তাঁর বোন যমুনা, কপালে টিকা দিয়েছিলেন।
ভাইয়ের কপালে, যমুনার এই টিকা দেয়ার উদ্দেশ্য ছিলো, ভাইয়ের সার্বিক মঙ্গল কামনা। সেই থেকেই শুরু, ভাই ফোঁটার রেওয়াজ।
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই অনুষ্ঠান পালন করা হয় বলে, এর নাম, ভ্রাতৃদ্বিতীয়া।
ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে ভাইয়ের কপালে ফোঁটা দেয়ার সময়ে বোন যা বলেন, তার মাঝেই বোন যমুনা কর্তৃক ভাই যমরাজ কে ফোঁটা/টিকা দেয়ার যোগসূত্রটি খুঁজে পাওয়া যাবে।
ভাইয়ের কপালে ফোঁটা দেয়ার সময় কী বলেন বোন ?
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা,
যমুনা দেয়, যম কে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা”
 
                                    
abdullahalnafi publisher