ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গিয়ে কখনো কি আপনাকে অনাকাঙ্ক্ষিত বা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, যেটির ব্যাপারে অনুজদের সতর্ক করতে চান?

1 Answers   3.5 K

Answered 3 years ago

কার্যটি করার সময় ততটা খারাপ লাগেনি যতটা তারপর লেগেছে।প্রকৃতপক্ষে সেই দুটি বাজে অভিজ্ঞতাময় কাজে ভাল উপার্জন করেছিলাম, এবং কার্যশেষে ক্লাইন্টের সন্তুষ্টিময় রিভিউ ছিল, কিন্তু তারপরও কিছুটা প্রশ্নবিদ্ধ ছিলাম নিজের কাজে, নিজের বিবেকের কাছে।

আমি ফ্রিল্যান্সার হিসেবে এস ই ও/ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেছি যার মুখ্য উদ্দেশ্য ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো অথবা কোনো বিষয়বস্তুকে বেশী সংখ্যক মানুষের কাছে পৌছিয়ে দেয়া।

সময়টা তখন খুব টানাপোড়নের মধ্যে যাচ্ছিল, অনেকটা নাজেহাল অবস্থা। হাতে কোনো কাজ ছিল না, পকেটে কোনো টাকা ছিল না।

তখন প্রায় একই সাথে দুইটি কার্যপ্রাপ্তি হয়, যা অনেকটা পুরাতন ফিল্মের ভিলেনদের মত, অনেকটা নায়কের দুঃসময়ে বাজে কাজের অফার দেয়ার মত।

আর সেই কাজ দুটি ছিল; একটি Mumbai Escort এর ওয়েবসাইটের, আরেকটা অস্ট্রিলিয়ান পর্ণ ওয়েবসাইটের।

Photo Credit

তখন আমি দুই বড় ভাইদের সাথে মেসে থাকতাম। আর সেই কাজ দুইটি করা ছিল লুকিয়ে পর্ণ দেখার চাইতেও ভয়ঙ্কর। কারণ পর্ণও মানুষ একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় ধরে দেখে, কিন্তু সেই কাজগুলো করার সময় প্রায় সারাদিন ই পর্ণ ওয়েবসাইটে বসে থাকতে হত। তখন টেবিলের পজিশন, বসার পজিশন পরিবর্তন করে জানালায় পর্দা ভাল করে দিয়ে কাজ করতে হত।

কারণ আমি চাচ্ছিলাম না যে সারাজীবন ভাল কাজ করে শেষে একটা পর্ণ ওয়েবসাইটের কাজ করে দুর্নাম রটুক যে আমি পর্ণ ওয়েবসাইটের কাজ করি।

কাজগুলো বাতিলও করতে পারছিলাম না, কারণ তা করলে প্রোফাইলের উপর কিছুটা বাজে প্রভাব পরার সম্ভবনা ছিল, যা ওই দুঃসময়ে করার জন্য অনেকটা সাহসের প্রয়োজন ছিল। যা আমার কখনই ছিল না।

মা লক্ষী অবশ্য এরপরও অনেকবার এসেছিলেন এই ধরণের কাজগুলো নিয়ে কিন্তু সেই অভিজ্ঞতার পর বেল গাছের তলায় যাওয়ার ইচ্ছে হয়নি কখনও।

তাই নতুনদের বলব কোনো ধরণের পর্ণ অথবা Escort সম্পর্কিত কাজ না করার জন্য, আপনার যদি অভ্যাস থেকে তাকে সেটা ভিন্ন কথা (তবে না থাকাই ভাল), কিন্তু এসব কাজ করে এগুলোর পথ আরো সহজ না করাই ভাল। আপনি না করলেও অন্য কেউ করবে, এ চিন্তা ভাবনার দরজায় উঁকি দিতেই পারে, তারপরও না করাই ভাল অন্তত নিজের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে না, সমাজের ভাইরাসগুলোর পথ আরও সহজ করার জন্য।


Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions