Answered 3 years ago
না বরং এর উল্টা। অবাক তাইনা?
অবাক হওয়ারই কথা। কিন্তু এর পিছনে একটা সাধারণ বিজ্ঞান রয়েছে। ফ্রিজ খালি বা অল্প পূর্ণ থাকলে এতে গরম বাতাস বাইরে থেকে ঢোকার ফলে বেশি বিদ্যুৎ খরচ করে আবার সেই বাতাসকে ঠাণ্ডা করতে হয়। এর পরে ফ্রিজ খোলার কিছুক্ষণের মধ্যে এর ভিতরের অনেক বাতাস আবার উষ্ণ হয়ে যায়। এর কারণ হল বাতাস খুবই খারাপ তাপ ধারক।
তাই আপনি যখন ফ্রিজ পূর্ণ রাখবেন তখন প্রথমে অবশ্যই আগের থেকে বেশি বিদ্যুৎ খরচ হবে কিন্তু একবার ভিতরের খাবার ঠাণ্ডা হয়ে গেলে সেগুলা সহজে আর গরম হবে নাবা তাপ হারাবে না বাতাসের মতো এবং এখানে বাইরে থেকে বাতাস ঢোকার পরিমাণও আগের থেকে অনেক কম হবে।
তাই ফ্রিজ পূর্ণ থাকলে সামগ্রিকভাবে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে।
আশা করি উত্তরটি পেয়েছেন।
riyazul.islam publisher