ফোনের ইন্টারনেট সংযোগ চালু করা মাত্রই আপনা-আপনি এমবি কেটে নেয়। এটা বন্ধ করার কি কোনো উপায় আছে?
0
0
1 Answers
11.9 K
0
Answered
2 years ago
জ্বী, আপনি ফোনের ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিক্ট করে দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন।
প্রথমত আপনাকে ফোনের সেটিংজ থেকে ডাটা ইউজেস এ যেতে হবে, এরপর ফোনের স্ক্রীনের একদম উপরে ডানদিকে তিনটি ডট ওয়ালা বিন্দুতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিতে হবে। অফ করার সময় ওয়ার্নিং দেখাতে পারে, সেটা ছবির মতো ওকে করে দিতে হবে। ফোনের ব্রান্ড ও মডেল অনুযায়ী খুঁজে পেতে সমস্যা হলে ইউটিউব বা গুগলে 'How to restrict background data on (phone's brand) '. ব্রাকেটের জায়গায় আপনার ফোনের ব্রান্ড ও মডেল দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। এখন আসি এর অপকারী দিকগুলোতে:
এটি করলে আপনার ফোনের অতিরিক্ত ইন্টারনেট কাটবে না ঠিকই তবে এতে আপনি ফোনে কিছু ডাউনলোড করে রেখে দিলে স্ক্রীন অফ হওয়ার সাথে সাথে ডাউনলোড পজ বা সাময়িক বন্ধ হয়ে যাবে। এছাড়াও মেসেঞ্জারে টেক্সট একটু ধীরে আসতে পারে ও অনলাইন গেম খেলতে বাফারিং এর সমস্যা হতে পারে। এসকল কাজ বা এপ্স ব্যবহার করার সময় ব্যাকগ্রাউন্ড ডাটা চালু করে নেয়ার পরামর্শ থাকবে।
ধন্যবাদ।
nirobkhan publisher