ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝড়ার কারণ কী?

1 Answers   13.3 K

Answered 2 years ago

আপ‌নি য‌দি পুরুষ হ‌য়ে থা‌কেন, তাহ‌লে রোগ‌টি আপনার জন‌্য। কারণগু‌লো নিম্নরূপঃ

১) পুরুষ‌দের মূত্থি‌লির মু‌খে একটা সুপা‌রির গোটারমত ত্রিকোণাকার অঙ্গ থা‌কে, যা‌কে প্রস্টেট ব‌লে। এই অঙ্গ‌টি মে‌য়ে‌দের থা‌কে না। এই প্রস্টে‌টের ভিতর দি‌য়ে মূত্রনা‌লি বাইরে প্রসাব নির্গত ক‌রে। বয়‌সের কা‌র‌ণে সাধারণত প্রস্টেট বড় হ‌য়ে যায়। ফ‌লে মূত্রনা‌লি সরু হয়ে যায় এবং প্রসাব নির্গত হ‌তে বাধাগ্রস্ত হয়। তাই প্রসাব ক্লিয়ার হয় না এবং ফোটা ফোটা প‌ড়ে।

২) কা‌রো আবার মূত্রথ‌লির বা মূত্র না‌লির স্প্রিংটার বা মাংস‌পে‌শির সং‌কোচন ক্ষমতা ক‌মে গে‌লেও না‌রি/পুরুষ/শিশু নি‌র্বি‌শে‌ষে প্রসাব ফোটা ফোটা পড়‌তে পা‌রে।

৩) ছে‌লে শিশু‌দের পুরুষা‌ঙ্গের মাথায় মূত্রনা‌লির ছিদ্রপথ কোন কার‌ণে সংকীর্ণ হ‌য়ে গে‌লে বা ফুটা অন‌্য জায়গায় হ‌লেও ফোটা ফোটা প্রসাব পড়‌তে পা‌রে।

পরামর্শঃ আপ‌নি একজন ইউরোল‌জিস্ট ডাক্তা‌রের শরণাপন্ন হ‌তে পা‌রেন।

Rubayat
Rubayat
334 Points

Popular Questions