Answered 3 years ago
আমি নিয়মিত ফেসবুক ব্যবহার করি। একবার আমার মনে হলো ফেসবুকে বিকল্প কি ব্যবহার করা যায এর জন্য আমি গুগলে প্রবেশ করলাম সেখানে অনেক সোসিয়াল মিডিয়ার নাম রয়েছে। আমি একে একে দু তিন টা ব্যবহার করলাম। ট্রামবল,রেডিট, লিংদিন, টুইটার, ইন্সটাগ্রাম। কিন্তু ফেসবুকের মতো মজা আর পাওয়া গেলো না। কার সবাই তা আবার ব্যবহার ও করে না। অবশেষে ফেসবুকে আসলাম। তবে অনেক কিছু জানলাম। টুইটার যারা ব্যবহার করে বিশেষ কোন ব্যক্তি ছাড়া টুইটার ব্যবহার করে না। আর মাঝে পেয়েছি লিংদিন আইডি সত্যি অসাধারণ। এটার মাঝেও আপনি মজা পেতে পারেন। তবে ব্যবসায়িক সব ব্যক্তি বর্গ কে আপনি লিংদিনেই পাবেন।
lionahmed publisher