Answered 3 years ago
প্রথমত পৃথিবীর ইতিহাসে অসংখ্য ফেরাউন বা ফারাও ছিল৷ এটা মিসরের রাজাদের উপাধি। আপনি সম্ভবত মূসা (আ) এর সময়কার ফেরাউনের কথা বলছেন।
এটা আসলে আমরা নিশ্চিত করে জানিনা, ওই সময় ফেরাউন কে ছিলেন! অনেকে ধারণা করেন ২য় রামেসেস সেই ফেরাউন। এছাড়া ২য় দেদোমোস, আখেনাতেন, ১ম আহমোস, মারনেফতাহ, সেরনাখতে এদেরো মুসা আ সময়কার বলে অনেকে দাবী করেছেন। মোটকথা আমরা জানিনা সেই ফেরাউন কে যিনি আব্রাহামিক ধর্মমতে মূসা আ কে অনুসরণ করে পানিতে ডুবে মরেছিলেন।
অনেক ফারাওয়েরই দেহাবশেষ মামি করে রেখে দেয়া আছে। এদের মধ্যে কে পানিতে ডুবে মারা গেছে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। রামেসেস ২ আর মারনেফতাহ বৃদ্ধ বয়সে আর্থ্রাইটিস জাতীয় রোগে ভুগে মারা গেছেন বলে ধারণা করা হয়।
shuvokumar publisher