কারণ এরা দুই বছরকাল জীবিত থাকে।প্রথম বছরে দৈহিক বৃদ্ধি ঘটে এবং দ্বিতীয় বছর ফুল ফল ধারন করে মৃত্যুবরণ করে।সাধারনত আমাদের দেশে এর দু বছর জিবনকাল সুসষ্পষ্ট নয় কারণ আমাদের দেশ নাতিশোষতষ্ণ অঞ্চলের দেশ।যেসব দেশ শীতপ্রধান দেশ সেসব দেশে দু বছরকাল সুনিশ্চিতভাবে দেখা যায়।
raselrana publisher