ফিলিং স্টেশন ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার আছে কি?

1 Answers   4.6 K

Answered 2 years ago

হ্যাঁ, ফিলিং স্টেশন ব্যবসার হিসাব রাখার জন্য খুব সহজ ও ভালো মানের অ্যাকাউন্টিং সফটওয়্যার হল অভয় লেনদেন । www.avoylenden.com অভয় লেনদেন: আধুনিক, বিজ্ঞানসম্মত এবং সর্বজনস্বীকৃত দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির অ্যাকাউন্টিং সফটওয়্যার হলো অভয় লেনদেন । যা IFRS, BFRS, GAAP নীতিমালা অনুযায়ী ব্যবসার হিসাব প্রতিবেদন প্রকাশ করে। অভয় লেনদেন ব্যবহার করা একদম সহজ । অভয় লেনদেন ব্যবহারের ফলে ব্যবসা হিসাব গুলো থাকে সুরক্ষিত ও নিরাপদ । মোবাইল, কম্পিউটার, ট্যাব থেকে খুব সহজেই ব্যবসার হিসাব পরিচালনা ও নিয়ন্ত্রন করা যায় । খুব কম সময়ে দৈনিক হিসাবের কাজগুলো শেষ করা যায় ব্যবসার লাভ-ক্ষতি, ক্রয় বিক্রয়, ক্যাশ হিসাব, ব্যাংক হিসাব, পাওনাদার হিসাব, সাপ্লায়ার হিসাব, প্রোফিট মার্জিন, স্টক হিসাবগুলো কয়েক ক্লিক এর মাধ্যমে বিস্তারিত জানা যায়। প্রতিটি লেনদেন হিসাব নির্ভুল ও সঠিক হিসাব লিপিবদ্ধ করা যায়। একই সঙ্গে একাধিক গোডাউনের হিসাব রাখা যায় । একই সফটওয়্যারে একাধিক ব্যবসার হিসাব পরিচালনা করা যায়। একাধিক ব্যবহারকারী দ্বারা ব্যবসার কার্যক্রম পরিচালনা করা যায়। ব্যবসায় সংশ্লিষ্ঠ ব্যক্তি বা শেয়ার হোল্ডারদের সঙ্গে ব্যবসার হিসাব নিকাশ শেয়ার করা যায়। অভয় লেনদেন সম্পর্কে বিস্তারিত জানতে বা ব্যবহার শুরু করতে নিচের লিংকে ক্লিক করুন:
Emon Khan
emonkhan
200 Points

Popular Questions