প্লেটোনিজম ব্যাপারটা আসলে কী?

1 Answers   12.7 K

Answered 2 years ago

গ্রীক দার্শনিক প্লেটোর দর্শন এবং দর্শন সম্পর্কিত মতবাদ ও তত্ত্বকে সংক্ষিপ্ত ভাষায় প্লেটোনিজম বলা হয়। যদিও সমসাময়িক প্লেটোনিস্টরা (প্লেটোর অনুসারীরা) প্লেটোর সমস্ত মতবাদকে অপরিহার্যভাবে গ্রহণ করেন না।

প্লেটোনিজমকে আরো আলাদাভাবে সংজ্ঞায়িত করতে গেলে এটা বলা যেতে পারে যে প্ল্যাটোনিজম হল এক ধরনের দৃষ্টিভঙ্গি যেখানে বিমূর্ত বস্তুর মতো জিনিস রয়েছে — যেখানে একটি বিমূর্ত বস্তু এমন একটি বস্তু যা স্থান বা সময়ে বিদ্যমান নেই এবং যা সম্পূর্ণরূপে অ-শারীরিক এবং অ-মানসিক। এই অর্থে প্লেটোনিজম একটি সমসাময়িক দৃষ্টিভঙ্গি।

Indira Islam
indira
245 Points

Popular Questions