প্রোগ্রামিং-এর জন্য কোন ল্যাপটপটি ভালো হবে?

1 Answers   13.6 K

Answered 3 years ago

প্রথমত যাদের 55 থেকে 70+ হাজারের মধ্যে বাজেট: এই বাজেটের মধ্যে আমার রেকমেন্ডেশন হচ্ছে মিনিমাম 8GB RAM, 256GB SSD, CORE i5 যে কোন ব্র্যান্ডের ল্যাপটপ নিতে পারেন (HP, Dell, ASUS, Acer, Lenovo এগুলা ভালো ব্র্যান্ড)। তবে মডেল অবশ্যই লেটেস্টটা বাছাই করবেন।

যাদের বাজেট 40 থেকে 50 হাজার: এই বাজেটের মধ্যে সাধারণত মার্কেটে 4gb RAM এবং CORE i3 ল্যাপটপ এভেলেবেল, এই স্পেসিফিকেশনের ল্যাপটপ ভালভাবে প্রোগ্রামিং শেখা এবং মোটামুটি ভাবে প্রোগ্রামিং এর কাজ করার জন্য যথেষ্ট, তবে অবশ্যই SSD লাগানোর পরামর্শ থাকবে।

যাদের বাজেট 30 হাজারের নিচে: 30 হাজার টাকার মধ্যে ভালো কনফিগারেশনের পিসি/ডেক্সটপ বিল্ড করতে পারবেন, এই বাজেটে কম কনফিগারেশনের ল্যাপটপ না কেনার পরামর্শ রইল।

বাজেট বেশি বা প্রফেশনাল কাজের জন্য: চোখ বন্ধ করে ম্যাকবুক এর লেটেস্ট মডেল টা নিয়ে নেন।

এক্সট্রা টিপস: কেনার আগে অবশ্যই আপনি যে মডেলের ল্যাপটপ কিনছেন ওইগুলার ইউটিউবে কয়েকটা রিভিউ দেখে নিবেন, রিভিউতে ল্যাপটপের আউটলুক, ডিসপ্লে, ওজন এবং ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি সম্পর্কে ধারণা নিয়ে যেটা আপনার কাছে বেশি ভালো মনে হয় ওইটা কিনে ফেলেন।

Nazma Akter
nazmaakter
205 Points

Popular Questions