Answered 2 years ago
যে কোন জিনিসের যত বেশি মূল্যে দিবেন তার দাম একটু বাড়বেই স্বাভাবিক।
যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিস এর দাম,
যত বেশি আপনার প্রয়োজন হবে তত সংকট বাড়বে,
মানুষের ক্ষেত্রে ও সেম টায় এখন বলতে পারেন সবাই এক না হ্যাঁ সত্য প্রশ্নটা ও সবার জন্য না।
দেখুন ভালবাসা ভাল তবে অন্ধের মত নয়,একটা ভালবাসার চেয়ে বেশি গুরুত্ব হলো কেয়ারিং,
যখন আপনি অতিরিক্ত করবেন সব কিছুতেই ভালবাসা, কেয়ারিং, বা তার ছাড়া অচল সে ধিরে ধিরে এটায় বুঝবে তার ছাড়া আপনি অর্থহীন। সে ধরেই নিবে আপনার সাথে যেমনই ব্যবহার করবে আপনি তার পিছনেই থাকবেন, কারণে অকারণে ছোট খাটো বিষয়ে তখন সে ইগো দেখাবে অবহেলা করবে। সে তো জানেই আপনার মনোভাব দেখে যে আপনার যাই বলুক আপনি আবার ঘুরে ফিরে তার কাছে আসবেন।তাই ভালবাসুন কেয়ার ও করুন তবে এমন টা নয় যে সম্মান থাকবে না বা নিজের মর্যাদা।
কাউকে এতাটা মূল্য দিবেন না যে আপনার মূল্যটা তার কাছে সামান্য। তা হলে এমন অবহেলিত হবেন যে উঠে দাড়াতে কষ্ট হবে।
rajibul publisher